করোনার উৎস সন্ধানে কম্বোডিয়ার বাদুর গবেষকরা
- Posted on 29-09-2021 16:40:54
- Animal Resources

করোনাভাইরাস মহামারী বোঝার জন্য কম্বোডিয়ার উত্তরাঞ্চল থেকে বাদুরের নমুনা সংগ্রহ করছেন গবেষকরা। এক দশক আগে ওই অঞ্চলে এই প্রাণীটির মধ্যে প্রায় একই ধরনের আরেকটি ভাইরাস পাওয়া গিয়েছিল। ২০১০ সালে লাওসের সীমান্তবর্তী স্তাং ত্রাইং প্রদেশে হর্সশু বাদুর থেকে দুটি নমুনা সংগ্রহ করা হয়েছিল, সেগুলো নমপেনের ইনস্টিটিউট পাস্তুর দ্যু কম্বোজের ফ্রিজে রাখা আছে। গত বছর নমুনাগুলোর ওপর পরীক্ষা চালানো হয়। তাতে দেখা যায়, যে করোনাভাইরাসটি বিশ্বব্যাপী ৪৬ লাখেরও বেশি মানুষকে মেরে ফেলেছে হর্সশু বাদুর থেকে সংগ্রহ করা নমুনাগুলো তার নিকট আত্মীয়।