পোষা কুকুরের জন্য
- Posted on 29-09-2021 15:44:39
- Animal Resources , International

আমিষ ডেস্ক ॥
পোষা কুকুরের জন্য বিমানের একটি বিজনেস ক্লাস ফ্লাইটের সব টিকেট কেটে নিয়েছেন এক ব্যক্তি। এ খবর প্রকাশ পেতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মুম্বাই থেকে চেন্নাইগামী এয়ার ইন্ডিয়ার বিমানটির বিজনেস ক্লাসের সব টিকেট কেটেছিলেন পোষা কুকুরের মালিক। ১২টি কুকুর ওই ফ্লাইটে বহন করেন তিনি। এতে তাকে খরচ করতে হয়েছে অন্তত ২ লাখ ৮৯ হাজার ৪৮৩ টাকা।
ওই ফ্লাইটে বিজনেস ক্লাসে টিকেটের সংখ্যা ছিল ১২টি। ভারতের বিমানসংস্থাগুলোর মধ্যে কেবল এয়ার ইন্ডিয়াই পোষা প্রাণীদের যাত্রীদের সঙ্গে কেবিনে রাখার অনুমতি দেয়। তবে একসঙ্গে কেবল দুটি পোষা প্রাণী সঙ্গে রাখা যায়। এ কারণে ওই ব্যক্তি নিজের পোষা প্রাণীর জন্য বিমানের সব টিকেট কেটে নেন।